Home সারাদেশটঙ্গীবাড়িতে সংবাদ প্রকাশের পর মন্দিরের সামনের পাথর অপসারণ করেন ওসি

টঙ্গীবাড়িতে সংবাদ প্রকাশের পর মন্দিরের সামনের পাথর অপসারণ করেন ওসি

by Potro News
০ comments

টঙ্গীবাড়িতে সংবাদ প্রকাশের পর মন্দিরের সামনের পাথর অপসারণ করেন ওসি

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: “টঙ্গীবাড়ীতে পূজা মন্ডপের সামনে কংক্রিট ফেলে প্রতিবন্ধকতা, প্রশাসনের হস্তক্ষেপ দাবী” শিরোনামে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় মুন্সীগঞ্জের সময় পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি টঙ্গীবাড়ী থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলামের নজরে আসে।

পরদিন শনিবার (২০সেপ্টেম্বর) দুপুর ১২ টা ৩০ মিনিটে সরজমিনে উপস্থিত থেকে মন্দিরের সামনে স্তুপ করে রাখা কংক্রিট ও বিটুমিন অপসারণ করেন তিনি। তার এই মহতি কাজ কে সাদুবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী সহ স্থানীয় অন্যান্য ধর্মালম্বীরাও। পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামপ্রসাদ বলেন, আমরা অনেকবার মালামাল সরানোর জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করলেও তারা আমাদের কথা শোনেননি। পরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর টঙ্গীবাড়ির থানার নবনিযুক্ত ওসি মহোদয়ের নজরে আসে বিষয়টি।

এরপর তিনি নিজে উপস্থিত থেকে মন্দিরের সামনের মালামাল অপসারণ করেন। আমরা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে টঙ্গীবাড়ির থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম জানান, যেহেতু পূজার সময় খুব নিকটে তাই সংবাদটি দেখার সাথে সাথে ঘটনাস্থলে এসে পাথরগুলো অপসারণ করি যাতে ভক্তরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে।

উল্লেখ্য, টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা ডিসি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শ্রীশ্রী শীতলা মায়ের মন্দিরের সামনে পাথরের কংক্রিট ও ড্রামে ভর্তি বিটুমিন রেখে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিলো মেহেদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মেহেদী হাসান। মন্ডপের সামনে মালামাল রাখায় পুজোর প্যান্ডেল সাজানো বিলম্বিত হচ্ছিল। বারবার মালামাল সরানোর কথা বললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছিলোনা।

You may also like

Leave a Comment