ম্যাচের ফল নিয়ে তেমন সন্দেহ ছিল না। দেখার ছিল জয়-পরাজয়ের ব্যবধান। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ওমানের বিপক্ষে প্রত্যাশিত বড় জয় দিয়েই এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে পাকিস্তান।
দুবাইয়ে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার রাতে ৯৩ রানে জিতেছে পাকরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় পাকিস্তান। খালি হাতে সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব।
দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ৮৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ও উইকেটরক্ষক মোহাম্মদ হারিস। ২৯ রানে ফারহান ফিরলেও টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন হারিস।
দলীয় রান ১শ’ পার করে আউট হন হারিস। ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৬৬ রান করেন তিনি।
মিডল অর্ডারে অধিনায়ক সালমান আগা শূন্য ও হাসান নওয়াজ ৯ রানে আউট হলে দলীয় ১২০ রানে পঞ্চম উইকেট পতনে বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায় পাকিস্তানের।
তবে ডেথ ওভারে ফখর জামান ও মোহাম্মদ নওয়াজের মারমুখী ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।
ফখর ১৬ বলে অপরাজিত ২৩ এবং মোহাম্মদ ১০ বলে ৪টি চারে ১৯ রান করেন। শেষ দিকে ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে ৪ বলে ৮ রান ।
ওমানের শাহ ফয়সাল ও আমির কালিম ৩টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে পাকিস্তান বোলারদের তোপে ১৬ দশমিক ৪ ওভারে ৬৭ রানে অলআউট হয় ওমান। দলের হয়ে মাত্র তিন জন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন।
হাম্মাদ মির্জা সর্বোচ্চ ২৭, আমির কালিম ১৩ এবং শাকিল আহমেদ ১০ রান করেন।
বল হাতে পাকিস্তানের সাইম, সুফিয়ান মুকিম ও ফাহিম ২টি করে উইকেট নেন।