বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। পাঞ্জাবে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি।
গত ৩৭ বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। টানা বর্ষণে অমৃতসার, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে ডুবে গেছে। এই দুর্যোগে গৃহহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পাঠানো হচ্ছে পানীয় জল, শুকনো খাবার, ওষুধ, ফ্লোটিং কট, তোষক ও মশারি। শুধু ত্রাণ নয়, চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্বও নিচ্ছে তারা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে— ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘর তুলতে সহায়তা করা হবে।
শাহরুখ বর্তমানে শুটিং ও ছেলের সিরিজ প্রচারণা নিয়ে ব্যস্ত থাকলেও মানবিক দায়িত্ব ভুলে যাননি। নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ানো যেন তার স্বভাব। এর আগে তিনি এক্স-এ লিখেছিলেন, “ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য আমার মন কাঁদছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তাদের মনোবল যেন ভেঙে না পড়ে।”