Home সারাদেশলৌহজংয়ে জামায়াত নেতা ফজলুল করিমের গণসংযোগ ও পথসভা

লৌহজংয়ে জামায়াত নেতা ফজলুল করিমের গণসংযোগ ও পথসভা

by Potro News
০ comments

লৌহজংয়ে জামায়াত নেতা ফজলুল করিমের গণসংযোগ ও পথসভা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম গণসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার বিকেলে লৌহজং উপজেলার ঘোড়াদৌড় বাজার, নাগেরহাট বাজার, কনকসার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় তিনি বলেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে আল্লাহর আইনের বিকল্প নেই। মানব রচিত কোন মতবাদ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শান্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে আল্লাহর আইন। তাই শোষণমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে আপনাদের দাঁড়িপাল্লা পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি এবং মুন্সিগঞ্জ-২ আসনের নির্বাচন সমন্বয়কারী মাওলানা এম এ বারী, লৌহজং উপজেলার নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আমিরের রাজনৈতিক সচিব মোঃ স্বাধীন শিকদার, খিদিরপাড় ইউনিয়ন আমীর মোঃ শাহাআলম, সেক্রেটারি মোঃ সম্রাট শেখসহ স্হানীয় জামায়াত কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি

You may also like

Leave a Comment