Home শিক্ষাশেরপুরে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিলো ছাত্রদল

শেরপুরে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিলো ছাত্রদল

by Potro News
০ comments

ঐতিহ্যবাহী শ্রীবরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন শ্রীবরদী পৌর ছাত্রদল। চলতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিনবারের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মাঠে ওই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফির সভাপতিত্বে ও শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান, পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব জাকির খান, যুগ্ম আহ্বায়ক সানজিদুল হাসান বরাতসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীনবরণে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। আর পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, কণ্ঠে ছিল নতুন স্বপ্নের সুর।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, বর্তমান প্রজন্মের তরুণদের নিয়ে দেশ গড়াসহ রাজনৈতিক ক্ষেত্রে নতুন চিন্তাধারা নিয়ে এগোতে চায় বিএনপি। তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা সবাই পাশে আছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আমরা অভিভাবক হিসেবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, তোমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, চ্যালেঞ্জ মোকাবিলা করে সুনাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে হবে।

শেরপুর প্রতিনিধি

You may also like

Leave a Comment