শেরপুরে নিখোঁজের ৩৬ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে নিখোঁজের ৩৬ঘন্টা পর পুকুর থেকে এক মনোহারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের সজবরখিলা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৫৫)। তিনি শহরের গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন মোতালেব। পরে তার কোন খোঁজ না পেয়ে নিহতের স্বজনরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে, শনিবার বিকেলে শহরের সজবরখিলা এলাকার হরিজন পল্লীর পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে সাজিদ বলেন, আমার বাবাকে না পেয়ে থানায় জিডি করি। আজ বিকেলে আমার বাবার লাশ পুকুরে পাওয়া যায়। তিনি দাবি করেন, তার বাবাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
শেরপুর প্রতিনিধি