শেরপুরের শ্রীবরদীতে পাচারকালে ৩০কেজির ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার রাতে পৌরসভার শেখদী এলাকার মেসার্স রুহুল রাইস মিলের গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।
জানা গেছে, সরকারি এসব চাল পাচারের উদ্দেশ্যে ওই গুদাম থেকে ট্রলিতে ভরা হচ্ছিল। এসময় স্থানীয়রা চালগুলো আটক করে পুলিশকে জানায়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন গিয়ে এসব চাল জব্দ করে। কিন্তু চাল পাচারের সময় চালের মালিক পাওয়া যায়নি। পরে জব্দকৃত চালের বস্তা ওই গুদামে রেখে গুদামটি সিলগালা করে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান।
স্থানীয়রা জানান, দীর্ধদিন ধরে একটি চক্র খাদ্য গোদাম ও ডিলারদের সাথে সিন্ডিকেট করে সরকারি চাল ক্রয়-বিক্রয় ও পাচার করে আসছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্দনে রাতের আধারে চলে এই কর্মযজ্ঞ।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান বলেন, চালের মালিক এখনো পাওয়া যায়নি। চালগুলো আসলে সরকারি কোন কর্মসূচির তা এখনো নিশ্চিত করা যাচ্ছেনা। তবে, চালের বস্তায় সরকারি সিল দেয়া আছে। এ বিষয়ে ইতোমধ্যে খাদ্য কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে। আমাদের এ ব্যাপারে তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেরপুর প্রতিনিধি:

