Home সারাদেশশেরপুরে মাদক মামলার হাজতির মৃত্যু

শেরপুরে মাদক মামলার হাজতির মৃত্যু

by Potro News
০ comments

শেরপুর জেলা কারাগারে মাদক মামলার এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম।

এর আগে, একইদিন সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাজতি বাচ্চু মিয়া (৪৫) সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

কারাগার কর্তৃপক্ষ জানায়, বাচ্চু মিয়া তিন মাস আগে একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে আসেন। শুক্রবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বলেন, বাচ্চু মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি:

You may also like

Leave a Comment