শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মানবপাচারকারী দালাল চক্রের দুই সদস্যসহ ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। এর আগে, গেল মধ্যরাতে উপজেলার হলদিগ্রাম বিওপির সীমান্ত পিলার ১১১০/এমপি সংলগ্ন শালবাগান নামকস্থান থেকে তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। এসময় চারটি সিএনজিতে মোট ২৪ জনকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, ৫ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চুক্তি হয় শেরপুরের দুইজন দালাল চক্রের সাথে। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা দ রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা। আটকের সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, একটি হাত ঘড়ি এবং নগদ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়।
জানা গেছে, অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা ছিল তাদের।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, আটককৃত দুই মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেরপুর প্রতিনিধি: