শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন শুরু
দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটার কিছু পর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আটটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স গণমাধ্যমকর্মী ও পোলিং এজেন্টদের সামনে প্রদর্শন করে সিলগালা করা হয়।
সকাল থেকেই আবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে কেন্দ্রে ভিড় করেন। পরে ধীরে ধীরে অনাবাসিক শিক্ষার্থীরাও ভোট দিতে আসেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, টিএসসি ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলসহ চারটি কেন্দ্রে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে দীর্ঘ সারি দেখা গেছে। এসময় কোনো বড় অভিযোগ শোনা যায়নি।
ভোট দিতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। হাজী মুহসীন হলের ভোটার সাইফুর রহমান বলেন, “প্রথমবার ভোট দিচ্ছি, অনুভূতিটাই ভিন্ন।” বঙ্গমাতা হলের শিক্ষার্থী নুসরান জাহিন নোভা জানান, “প্রথম ভোটের অভিজ্ঞতা দারুণ, বন্ধুদের সঙ্গে এসেছি।”
সকালে সিনেট ভবনে ভোট দিয়ে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, “এখন পর্যন্ত পরিবেশ ভোটের জন্য অনুকূল, কোনো অভিযোগ পাইনি।”
এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার রয়েছেন। কেন্দ্রে ভোটগ্রহণ চলছে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে মিলিয়ে মোট ৪১টি পদে ভোট হবে। এর মধ্য দিয়ে গঠিত হবে ৩৮তম ডাকসু। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী রয়েছেন।
অন্যদিকে, হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
ভোটারদের কেন্দ্রভিত্তিক তালিকা
- কার্জন হল কেন্দ্র: শহীদুল্লাহ, একুশে ও ফজলুল হক মুসলিম হল (৫,০৭৭ ভোটার)
- শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ, জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হল (৪,৮৫৩ ভোটার)
- টিএসসি কেন্দ্র: রোকেয়া হল (৫,৬৬৫ ভোটার)
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল (৪,৭৫৫ ভোটার)
- সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান, মুহসীন ও বিজয় একাত্তর হল (৪,৮৩০ ভোটার)
- উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু ও জসীম উদদীন হল (৬,১৫৫ ভোটার)
- ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: সুফিয়া কামাল হল (৪,৪৪৩ ভোটার)
- ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: শামসুন্নাহার হল (৪,০৯৬ ভোটার)
কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের নিরাপত্তা তল্লাশি শেষে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।