Home বাংলাদেশ“জয়ের অর্জন শিক্ষার্থীদের: জিএস ফরহাদ”

“জয়ের অর্জন শিক্ষার্থীদের: জিএস ফরহাদ”

by Potro News
০ comments

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ বলেছেন, এই জয় তাঁর ব্যক্তিগত নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর।

আজ বুধবার সকালে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জিএস হিসেবে নির্বাচিত হওয়া মূলত সব শিক্ষার্থীর বিজয়। এটি কোনোভাবেই ব্যক্তি ফরহাদের সাফল্য নয়।”

সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ আরও বলেন, “ডাকসু নির্বাচনে জয়-পরাজয়ের কোনো বিষয় নেই। এ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে নতুন প্রজন্ম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শহীদদের স্বপ্ন ও বিপ্লবের আকাঙ্ক্ষা।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “শিক্ষার্থীদের অর্পিত দায়িত্ব আমরা সততার সঙ্গে পালন করব। দায়িত্ব পালনের সময় কোনো ভুল হলে শিক্ষার্থীরা সরাসরি তা শুধরে দেবেন।”

এ সময় তিনি পরিষ্কারভাবে জানান, নির্বাচনের পর কোনো বিজয় মিছিল করা হবে না।

You may also like

Leave a Comment