Home ফিচারসরকার-উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি: নাহিদ ইসলাম

সরকার-উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি: নাহিদ ইসলাম

by Potro News
০ comments

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও আন্দোলনের নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ করা এবং তার ওপর হামলা-হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।

নাহিদ লিখেন, লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এর আগে আমেরিকাতেও তার ওপর হামলার চেষ্টা এবং অপদস্থ করার চেষ্টা হয়েছিল। তিনি বলেন, বারবার এসব হামলার মুখে পড়ার কারণ হলো—মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী পর্যায়ে সকলেই টার্গেট হতে পারে এবং এটা তারা জানে। গোপালগঞ্জে যে নৃশংসতা হয়েছে, সেটিও উদাহরণ তুলে ধরা হয়েছে।

নাহিদ আরও বলেন, যারা মাহফুজ আলমকে অপদস্থ বা হত্যার মৌন সম্মতি তৈরি করছে, তারা তার ফল ভোগ করবে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করছে এবং কিছু গ্রুপ প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধপরায়ণ রাজনীতিতে লিপ্ত হয়ে ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছে। তিনি বলেন, “সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান।”

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার বা সরকারের কোনও স্ট্রং পদক্ষেপ নেওয়া হয়নি; কোনো শক্ত বার্তা পাওয়া যায়নি। কোনো উপদেষ্টা বা প্রেস সচিবও এ বিষয়ে মন্তব্য করেননি। নাহিদ লিখেছেন, “সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

You may also like

Leave a Comment