Home বিনোদনকোনালকে চমকে দিলেন শাকিব খান

কোনালকে চমকে দিলেন শাকিব খান

by Potro News
০ comments

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ও সংগীত তারকা সোমনূর মনির কোনালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শাকিবের একাধিক ছবিতে কোনালের গাওয়া গান জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ২০২৩ সালের কোরবানি ঈদে মুক্তি পাওয়া শাকিবের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’-এর আলোচিত গান ‘তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা’ কোনালের কণ্ঠেই দর্শক-শ্রোতার মন জয় করে।

সেই সূত্রে এবার কোনালকে অন্যরকম এক চমক দিলেন শাকিব খান।

ঘটনাটি ঘটেছে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাল। অনুষ্ঠানের এক পর্যায়ে ভিডিও বার্তার মাধ্যমে কোনাল সম্পর্কে আবেগঘন কথা বলেন শাকিব খান। সুপারস্টারের কাছ থেকে এমন শুভেচ্ছা বার্তা পেয়ে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন কোনাল।

অনুষ্ঠানটি প্রচারিত হয় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায়। সেখানে কোনাল নিজের সংগীতজীবনের অভিজ্ঞতা, সাফল্য-ব্যর্থতার গল্পের পাশাপাশি ব্যক্তিজীবনের অজানা কিছু বিষয়ও তুলে ধরেন। একই সঙ্গে তার সহশিল্পী, কাছের বন্ধু ও পরিবারের সদস্যরাও তার সম্পর্কে নানা মন্তব্য করেন।

‘স্টার নাইট’ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মৌসুমী মৌ। প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

You may also like

Leave a Comment