Home কর্পোরেটগুলশান ইয়ুথ ক্লাবের ২০২৫–২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে

গুলশান ইয়ুথ ক্লাবের ২০২৫–২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে

by Potro News
০ comments

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) এবং সেক্রেটারি জেনারেল পদে মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে ইলেকশন বোর্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম সভায় নবনির্বাচিত ১৮ সদস্যের কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং সদস্যদের পরিচয় করিয়ে দেন।

নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আরিফ ইফতিখার আলী, ফরিদ উদ্দিন আহমেদ মিঠু, ইফতেখার রহমান, ইফফাত আমবারিন (জয়া), ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, খন্দকার নজরুল ইসলাম, এম. আমির আলী মুস্তাফা, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া (বিটু), বীর প্রতীক (অব.) মারুফ আলম, এম. মঈন আলম ফিরোজী, মোহাম্মদ মোহসিন, মো. শরিফুল ইসলাম ভরসা, মুয়াম্মার আহমদ, নিহার সিদ্দিকী, রেশাদ হোসেন খান এবং রুবায়েত জামিল।

নবনির্বাচিত সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন কার্যনির্বাহী কমিটি ক্লাবের ঐতিহ্যকে সমুন্নত রেখে ক্লাবকে এগিয়ে নিতে কাজ করবে।

You may also like

Leave a Comment