Home বাংলাদেশডাকসুর প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

ডাকসুর প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

by Potro News
০ comments

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে এ সভা শুরু হয়।

সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন।

প্রথম সভায় ডাকসু নেতাদের মধ্য থেকে কারা সিনেট সদস্য হবেন, সে বিষয়ে আলোচনা হয়।

এর আগে, শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানানো হয়েছিল।

You may also like

Leave a Comment