Home সারাদেশসোনারগাঁয়ে ১৫শত পিছ ইয়াবাসহ গ্রেপ্তার -১

সোনারগাঁয়ে ১৫শত পিছ ইয়াবাসহ গ্রেপ্তার -১

by Potro News
০ comments


নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক হাজারপাঁচশত পিছ ইয়াবাসহ মোঃ সৈয়দুল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত মোঃ সৈয়দুল আমিন কক্সবাজার জেলার টেকনাফ থানার মাথাভাঙ্গা বড়ডেইল এলাকার
কালা মিয়ার ছেলে।

এর আগে শুক্রবার(১৯ সেপ্টেম্বর )সন্ধায় সোনারগাঁ থানার এসআই(নিঃ)মোহাম্মদ ইকরাম উজ্জামান
সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাক আটক করেন।

পুলিশ জানায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম দিক হতে “J.B পরিবহন” চট্ট মেট্রো-ব-১১-১৬৮৩ নামক একটি বাস থেকে তাকে
আটক করে। পরে তার কাছে থাকা ১৫০০ শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িকে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃসজীব হোসেন।

You may also like

Leave a Comment