Home সারাদেশপঞ্চগড়ে চাকরি মেলায় বেকার তরুণদের উপচে পড়া ভিড়

পঞ্চগড়ে চাকরি মেলায় বেকার তরুণদের উপচে পড়া ভিড়

by Potro News
০ comments


তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পঞ্চগড়ে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের খোলা মাঠে এই মেলার আয়োজন করা হয়।

মেলায় অংশ নেয় ৮টি বেসরকারি প্রতিষ্ঠান। সকাল থেকেই বিভিন্ন স্টলে চাকরি প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তরুণরা তাদের বায়োডাটা জমা দেন চাকরিদাতা প্রতিষ্ঠানের কাছে। আয়োজকরা জানান, জমা দেওয়া বায়োডাটা যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

মেলায় প্রায় দেড় সহস্রাধিক বায়োডাটা জমা পড়েছে। আয়োজকরা আশা করছেন, এর মধ্যে অন্তত দুই শতাধিক তরুণ তাদের পছন্দের চাকরির সুযোগ পাবেন।

মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি। এসময় আরও বক্তব্য রাখেন পঞ্চগড় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আব্দুল হালিম, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আবু হিরন ও এসেট প্রকল্প কর্মকর্তা মিরাজুল ইসলাম।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্প মেলা আয়োজনের সহযোগিতা করে।

মো: রনি মিয়াজী

পঞ্চগড় প্রতিনিধি 

২০/০৯/২০২৫

You may also like

Leave a Comment