Home Uncategorizedসোনারগাঁয়ে রোনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ

সোনারগাঁয়ে রোনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ

by Potro News
০ comments


নারায়ণগঞ্জের সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি–২০২৫  শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল  বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি নাজমা সুলতানার সভাপতিত্বে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান ও প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন।
প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, সহসভাপতি হুমায়ূন কবির,যুগ্ম সাধারণ সম্পাদক এসানুল হাসানাইন, যুগ্ম সম্পাদক জাকির প্রধান, সহসম্পাদক মো. সাঈদ ও সহসভাপতি ফরিদ মোল্লা। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, “আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সৎ, মেধাবী ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু ভালো ফল নয়, নৈতিক শিক্ষা ও পরিবেশের প্রতি সচেতনতা গড়ে তোলাও জরুরি।”

প্রধান বক্তা শাহজাহান মেম্বার বলেন, “বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, বরং সৎ নাগরিক তৈরির কেন্দ্র। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যাবে।”

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ অঞ্চলের শাখার সভাপতি শামীম,সাংবাদিক মীমরাজ হোসেন রাহুল
সনমান্দী জনকল্যাণ সংস্থা সভাপতি ফয়সাল প্রমুখ।

আয়োজকরা জানান, শিক্ষা ও মানবিক চেতনা বিস্তারে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

You may also like

Leave a Comment