সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক রবিন
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি,নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী এনামুল হক রবিন২৯(সেপ্টেম্বর)সোমবার দিনব্যপাী মোগড়াপাড়া ইউনিয়নের প্রায় সবকটি পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন,পাশাপাশি ব্যাক্তিগত অর্থায়নে প্রত্যেকটি পূজা মন্ডপে শারদীয় ভোজন আয়োজনের জন্য পোলাও চাল,ডাল-সহ অনুদান প্রদান করেন।
এ সময় মন্ডপগুলোর সভাপতি ও সেক্রেটারি সহ-সাধারণ জনগনও উপস্থিত ছিলেন।
আরোও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ জুলহাস যুবদলনেতা কাজী সাদ্দাম,ছাত্রদল নেতা কাজী ইফতি আহাম্মেদ তুহিন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সাহেবের পক্ষেও শুভেচ্ছা জানান।
পূজাকে নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও নিজস্ব স্বেচ্ছাসেবক টিমকে সার্বক্ষনিক তদারকীর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনে দিকনির্দেশনা প্রদান করেন।
কাজী এনামুল হক রবিন বলেন, শারদীয় দুর্গাপূজা আপনারা নির্বিঘ্নে করবেন,এমন কোন শক্তি নাই যে আপনাদের এই পূজা কোন প্রকার অশান্তি সৃষ্টি করবে।
আর যারাই কোন প্রকার অশান্তি করার চেষ্টা করবে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিবো।
আমরা হিন্দু ভাই-বোনদের উপর নির্যাতনকারী কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির বিন্দুমাত্র সুযোগ দেয়া হবেনা।আপনারা সুন্দর ভাবে, নির্ভয়ে আপনাদের পরিবার-পরিজন নিয়ে পূজা পালন করবেন।
আজকে আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি।
এটা কোন দান নয়। পূজা উপলক্ষে আপনাদের জন্য উপহার। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃসজীব হোসেন