জাতীয় যুবশক্তি শেরপুর জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আশরাফুল আলমকে আহবায়ক, ইঞ্জিনিয়ার তাহসীন আবরার তন্ময়কে সদস্য সচিব ও মো. জসিম উদ্দিনকে মূখ্য সংগঠক করে এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন করা হয়।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে কমিটির কপি পাঠানো হয়।
এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশক্রমে জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটিতে আহবায়ক, সদস্য সচিব ও মূখ্য সংগঠকসহ একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, ৩ জন যুগ্ম আহবায়ক, ৬ জন যুগ্ম সদস্য সচিব, একজন সিনিয়র সংগঠক ও ২০ জনকে সংগঠক করা হয়েছে।
দায়িত্বশীল এই ৩৫ জনের মধ্যে, শেরপুর সদর উপজেলার ২৪ জন, শ্রীবরদী উপজেলার ৪ জন, নকলা উপজেলার ৩ জন, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা থেকে ২ জন করে অনুমোদিত এ কমিটিতে রাখা হয়েছে।
এই কমিটির মূখ্য সংগঠক মো. জসিম উদ্দিন জানান, জাতীয় যুব শক্তির শেরপুর জেলা কমিটি প্রকাশ হয়েছে। এ কমিটিতে মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। তরুণদের একত্রিত করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
শেরপুর প্রতিনিধি