Home সারাদেশশেরপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আহত ছয়

শেরপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আহত ছয়

by Potro News
০ comments

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় উপজেলার কালিবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিচফুল বেগম (৫০) ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী। আর আহত হন জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মরিচফুল বেগমের পরিবারের সাথে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে প্রতিপক্ষরা মরিচফুলের পরিবারের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মরিচফুল বেগম। আর আহত হন নারী-পুরুষসহ ছয়জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, এ ঘটনায় আকলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment