শেরপুর প্রতিনিধি:
শেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ( ৪ নভেম্বর) সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার বিভাগের এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ পর্যায়ে প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ গোলাম রব্বানী।
সমন্বয় সভায় জানানো হয়, গত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মোট ২ হাজার ৫০টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ২ হাজার ৩৪টি মামলা নিষ্পত্তি হয়েছে, এ সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে মোট ৩ কোটি ৯ লক্ষ ১৮ হাজার (জমির ক্ষেত্রে আনুমানিক মূল্য ধরে) ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা প্রশংসনীয়। এ গ্রাম আদালত প্রান্তিক পর্যায়ে বিরোধ সমাধানের মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে গ্রাম আদালত নিয়ে প্রশাসন কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে এখন গ্রাম আদালতের ওপর ভরসা বেশি। একইসাথে মামলার জট কামাতে গ্রাম আদালত ভালো ভুমিকা রাখবে বলে আমি মনে করি।

